মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে ডিআইইউতে পলিসি ডায়ালগ ১১ অক্টোবর

রোববার, অক্টোবর ৫, ২০২৫
গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে ডিআইইউতে পলিসি ডায়ালগ ১১ অক্টোবর

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মিডিয়া সংস্কার: চ্যালেঞ্জ এবং নীতি প্রস্তাবনা” শীর্ষক এক নীতি সংলাপ।

আগামী শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপের মূল লক্ষ্য বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও নীতি কাঠামোর ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান। এতে নীতিনির্ধারক, সিনিয়র সাংবাদিক, আইন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেবেন।

তারা সম্মিলিতভাবে গণমাধ্যম খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করবেন এবং অর্থবহ সংস্কারের জন্য কার্যকর নীতিগত প্রস্তাবনা উপস্থাপন করবেন।

আলোচনার মূল ক্ষেত্রসমূহ:

গণমাধ্যমের স্বাধীনতা ও নিয়ন্ত্রণের ভারসাম্য

গণমাধ্যম সম্পর্কিত আইন ও নীতি সংস্কার

সাংবাদিকতায় আর্থিক স্থায়িত্ব ও জবাবদিহিতা

ডিজিটাল যুগে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সুযোগ

আয়োজকরা জানান, নীতি সংলাপের মাধ্যমে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা গণমাধ্যমের সংস্কার ও ভবিষ্যৎ নীতি কাঠামো নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি গণমাধ্যমে দায়িত্বশীলতা ও স্বাধীনতার ভারসাম্য রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচিত হবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন,“গণমাধ্যম সমাজের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই সংলাপের মাধ্যমে গণমাধ্যম সংস্কার ও উন্নয়নে নীতিনির্ধারক পর্যায়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী।”

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল