আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার সোমবার (৬ অক্টোবর) ক্যাবিনেট গঠন ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন।
এতে দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে, যার প্রভাবে ইউরো ও শেয়ারবাজারে তীব্র পতন দেখা দিয়েছে।
সরকার গঠনের পরপরই লেকর্নুর রাজনৈতিক মিত্র ও বিরোধী—উভয় পক্ষই নতুন প্রশাসনকে অনাস্থার হুমকি দিতে শুরু করেছিল।
ডানপন্থী দল ন্যাশনাল র্যালি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে অবিলম্বে সংসদ ভেঙে নতুন নির্বাচন আহ্বানের আহ্বান জানায়। অন্যদিকে, বামপন্থী ফ্রান্স আনবাওড দলের দাবি, মাখোঁকেই এখন পদত্যাগ করতে হবে।
লেকর্নু গত দুই বছরে মাখোঁর পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দায়িত্বে ছিলেন মাত্র ২৭ দিন, আর তার সরকার টিকলো মাত্র ১৪ ঘণ্টা। এটি আধুনিক ফরাসি ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার।
এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন দেশটির পার্লামেন্ট তীব্রভাবে বিভক্ত এবং ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বাজেট ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
এমআই