সময় জার্নাল ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৭৬ জন।৭ মার্চ ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ১১ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন হয়েছে।এর আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৬০৬ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
সময় জার্নাল/এমআই