নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত ফরচুন শপিংমলের একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। শম্পা জুয়েলার্স নামের ওই দোকানের মালিকের অভিযোগ, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, একটি চক্রের দুজন সদস্য বোরখা পরে ফরচুন শপিং মলের শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে সোনার গয়না চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, দোকানে ডিসপ্লেতে 'প্রায় ৪০০ ভরি সোনার গয়না' এবং আরও '১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার' ছিল। এছাড়া কিছু নগদ টাকাও ছিল। 'চোরেরা নগদ টাকাসহ সবকিছু নিয়ে গেছে,' বলেন তিনি।
পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আজ (৯ অক্টোবর) সকালে তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, 'মালিক অভিযোগ করেছেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।'
তিনি আরও বলেন, 'আমরা মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ইতিমধ্যে কিছু ফুটেজ সংগ্রহ করেছি, যেখানে দুজনকে দেখা যাচ্ছে।'
চুরির ঘটনার বিষয়ে অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, 'আমি অন্যান্য দিনের মতোই রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে মার্কেটের নিরাপত্তাকর্মী আমাকে ফোন করে জানান যে আমার দোকানে সমস্যা হয়েছে। আমি দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখি সবকিছু লুট হয়ে গেছে।'
এমআই