তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত হলেন শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন তুষার।
রবিবার ( ১২ অক্টোবর ) দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, তিনি ক্যাম্পাসে এসেছিলেন মাস্টার্সের ক্লাস করতে। এসময় তাকে দেখে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করে শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী । এরপর ইবি থানায় থানায় সোপর্দ করা হয় তাকে।
জানা যায়, হুসাইন তুষার ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ও সহ-সভাপতি বিপুলের ঘনিষ্ঠ কর্মী। হলে থাকাকালীন সময়ে গনরুমে শিক্ষার্থীদের নির্যাতনসহ নানাবিধ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি এখনো তিনি তার ফেইসবুক আইডিতে ছাত্রলীগের সাথে করা মিছিলের ছবি পিন করে রেখেছেন।
এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেস্টা চালাচ্ছে। নিয়মিত ফেইসবুকে পোস্ট দিচ্ছে। কিছুদিন আগে ভিসি স্যার নিয়োগ বোর্ডের বিষয়ে বলেছে আমরা মেধা দেখছি, কারো কোনো দল দেখছি না। তাই বর্তমানে এই কারণেই ক্যাম্পাসে আবার ছাত্রলীগ প্রবেশের সাহস পাচ্ছে কিনা দেখা উচিত।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, " বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে তাকে হস্তান্তর করছে। মামলা দায়ের করার পর আমরা পরবর্তী পদক্ষেপ নিব।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, " শিক্ষার্থীরা তাকে ধরে আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা তাকে প্রাথমিকভাবে ইবি থানায় সোপর্দ করেছি। প্রশাসন নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবে।
এমআই