গোলাম আজম খান, কক্সবাজার:
জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে আজ ও গতকাল দুই দিনে ১৮৮৭ গরিব রোগীকে সুচিকিৎসা প্রদান করে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছে এইড ফর হিউম্যানিটি।
আজ রবিবার ও গতকাল শনিবার দুই দিনে এইড ফর হিউম্যানিটি'র উদ্যোগে কক্সবাজার শহরের লিংক রোডস্থ জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ এতিম ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং স্থানীয় গরীব দিন মজুরদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প বসিয়ে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে গত শনিবার ৯১১ জন আজ রবিবার ৯৭৬ জন দুই দিনে মোট ১৮৮৭ জন দূর দুরান্ত থেকে আসা শ্রমজীবী মানুষ ও অসহায় নারী-পুরুষ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এইড ফর হিউম্যানিটি এর চেয়ারম্যান সাআদ নিজামী। তিনি বলেন, অত্র এলাকার অসহায়, দুঃস্থ ও শিশুদের সুচিকিৎসার কথা চিন্তা করে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবার দেওয়া দেশের বিশেষজ্ঞ চিকিৎসক মাধ্যমে এই মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। ভবিষ্যতে এই এলাকার জনসাধারণের জন্য ফ্রী চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এই এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি স্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যাতে কেউ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি এইড ফর হিউম্যানিটি মাধ্যমে ভবিষ্যতে সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যসচেতনতা ও সহানুভূতির বার্তা পৌঁছে দিতে কাজ করবে। আমরা চাই, কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এছাড়া উক্ত সংস্থাটি আত্ম মানবতাসেবার পাশাপাশি অসহায় গরীব দিন জনগোষ্ঠীকে আত্ম নির্ভরশীলতা গড়ে তোলা কাজ করছে।
স্বাগত বক্তব্য রাখেন এইড ফর হিউম্যানিটি উপদেষ্টা ও জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও দৈনিক সংগ্রাম এর ব্যবস্থপনা পরিচালক নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাদশা ফয়সাল ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ) সাবেক প্রিন্সিপাল মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এইড ফর হিউম্যানিটি-এর প্রতিনিধিবৃন্দ। সার্বিক সহযোগিতায় জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ মাদ্রাসা শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য সহ অনেক স্বেচ্ছাসেবক।
ঢাকা থেকে আগত ১৩ জনের বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসক টিম (নারী, শিশু, চর্ম, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ) এই চিকিৎসা সেবায় অংশ নেন।
গত এক সপ্তাহ আগে থেকে এইড ফর হিউম্যানিটি পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজনে এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকে টোকেন ও সময় নির্ধারন করে দেয়া হয়। যাতে শ্রমজীবীদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। এছাড়া এতিম শিক্ষার্থীদের আগাম টোকেন ও ডাক্তার দেখানোর সময়সূচি নির্দিষ্ট সময়ে চিকিৎসা সেবা নিতে পারেন।
সুশৃঙ্খলভাবে জনসেবামূলক এই চিকিৎসাসেবা কার্যক্রমটি স্থানীয় বিভিন্ন মহল ব্যাপকভাবে প্রশংসিত হয়।
এমআই