বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, গুরুত্ব পাবে কী?

বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
বাংলাদেশ-নেদারল্যান্ডস পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, গুরুত্ব পাবে কী?

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিবেরা আলোচনায় বসছেন। সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তিগত সহায়তা, পানি ব্যবস্থাপনা, ডেল্টা প্ল্যানের মতো বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হেগে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের যষ্ঠ বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। নেদারল্যান্ডসের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বিদেশি বাণিজ্য এবং উন্নয়নবিষয়ক সহকারী মন্ত্রী আউকে ডেভরিজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রসচিবেরা আলোচনায় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো আসবে। এ ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, কৃষি এবং আইটি খাতে সম্পর্ক আরও জোরদার, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা সহযোগিতা এবং ডেল্টা প্ল্যানের মতো বিষয়গুলো আলোচনার টেবিলে থাকবে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ইতালি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি রোম থেকে বুধবার নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়ে হেগে পৌঁছে গেছেন। পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর আসাদ আলম সিয়াম চলতি মাসের ৭ অক্টোবর ঢাকায় তুরস্কের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন। দেশের বাহিরে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নেদার‌ল্যান্ডসের সঙ্গে প্রথম নেতৃত্ব দিতে যাচ্ছেন সিয়াম।

এফওসিতে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বৈঠকে পানি ব্যবস্থাপনা সহযোগিতা, ডেল্টা প্ল্যান, কৃষি, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হবে। এসব বিষয়ে দুই দেশের আগ্রহ রয়েছে, এগুলোতে বিস্তৃত পরিসরে আলোচনার সুযোগ আছে। এর বাইরে গণতান্ত্রিক সংস্কার, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু, অভিবাসন এবং জাতিসংঘ ও বৈশ্বিক বিভিন্ন প্ল্যাটফর্মে একে অপরকে সহযোতিা নিয়ে আলোচনা হতে পারে।

হেগে অভিজ্ঞতা থাকা বাংলাদেশের এক কূটনীতিক বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের কাজের অনেক সুযোগ আছে। ইতোমধ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দ্বৈত কর এড়ানোর চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের বাণিজ্যের পরিমাণ একেবারে খারাপ না, এটাকে আরও কাজে লাগানোর সুযোগ আছে। বাংলাদেশ থেকে সাধারণত তৈরি পোশাক নেদারল্যান্ডসে রপ্তানি হয়। পানি ব্যবস্থাপনা সহযোগিতা ও ডেল্টা প্ল্যান নিয়ে নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কাজ করছে। বাংলাদেশে ৫০টির বেশি ডাচ এনজিও কাজ করে। ডেল্টা প্ল্যান নিয়ে অনেক দিন থেকে নেদার‌ল্যান্ডস বাংলাদেশে কাজ করছে। বিগত সরকারের শেষ সময়ে ডেল্টা প্ল্যানের অধীনে প্রায় ৮০টির মতো প্রকল্প নিয়ে নেদারল্যান্ডস তাদের পরিকল্পনার কথা জানান। সরকার পরিবর্তনের পর ডেল্টা প্ল্যান অনেকটা থমকে গেছে। সচিবদের বৈঠকে নেদারল্যান্ডস ডেল্টা প্ল্যানে গুরুত্ব দেবে।

এই কূটনীতিক আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ করার আরও সুযোগ আছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে নেদারল্যান্ডস। তবে দেশটি বিশ্বব্যাপী তাদের বিদেশি সহায়তা কাটছাঁট করায় বাংলাদেশের ক্ষতি হয়েছে। বাংলাদেশ হয়তো বিদেশি সহায়তা নিয়ে কথা বলতে পারে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল