নাটোর প্রতিনিধি:
নাটোরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "লাইফ ফর লাইফ" সহযোগিতায় নিজেই অটো রিক্সার মালিক হলেন অসচ্ছল আব্দুল্লাহ। এতে করে নিজের রিকশা কিনার সামর্থ্য না থাকলেও এখন এই রিকশাতেই কর্মসংস্থান হওয়ায় খুশি তিনি।
আজ বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) সকালে নাটোর সদরের দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে" লাইফ ফর লাইফে"র নেতৃবৃন্দ অসহায় এই পরিবারকে অটোরিকশাটি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লাইফ ফর লাইফের সাধারণ সম্পাদক নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ-সভাপতি ও যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার , সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি এবং মানবজমিনের নাটোর প্রতিনিধি ইসাহাক আলী, অফিস সম্পাদক ও আমারদেশের প্রতিনিধি আব্দুস সালাম , ইসলামী চিন্তাবিদ টিভি ব্যক্তিত্ব ও লাইফ ফর লাইফে এর উপদেষ্টা আলহাজ্ব মাওলানা রুহুল আমিন জিহাদী , প্রচার সম্পাদক নয়া দিগন্তের নাটোর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, লাইক ফর লাইক সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের অসহায় দরিদ্র পরিবারের মাঝে সবসময় যথাসাধ্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। সমাজের অসচ্ছল অসহায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করে উচ্চতর শিক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে ।
তারা আরো বলেন , ইতোমধ্যে সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমে সকল মহলে ভূয়সি প্রশংসিত হচ্ছে। আগামীতেও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানসহ দেশের সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করবেন বলেও জানান সংশ্লিষ্টরা।
এদিকে রিক্সা গ্রহীতা আব্দুল্লাহ জানান, অন্যের রিক্সা জমায় চালাতেন অসহায় আব্দুল্লাহ। কিন্তু সারাদিন পরিশ্রম করে যে আয় হতো তা ছিল অতি সামান্য , যাতে দিনাতিপাত কষ্টকর হতো। এখন নিজের রিকশা চালিয়ে সচ্ছলতার সাথে পরিবারসহ চলতে পারবেন তিনি। এজন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান দরিদ্র আব্দুল্লাহ।
এমআই