এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বাগেরহাটের মোংলায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং অসহায় বিধবা মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় মোংলা উপজেলা অডিটোরিয়ামে রামপাল-মোংলা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি ও শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সামিউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহ আলম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, সদস্য সচিব মোঃ নূরউদ্দিন টুটুল, বিএনপি নেতা মোঃ ফকরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মোংলা সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং ২০০ জন অসহায় বিধবা মহিলার হাতে শাড়ি তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলের, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দরিদ্র, মেহনতি মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কথা ভাবেন। তিনি আজ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ, মানবিকতা এবং দেশপ্রেম কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। বেগম জিয়ার পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা সেই মানবিক বার্তাটিই ছড়িয়ে দিতে চাই।”
এমআই