মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'কিষাণ থিয়েটার'-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ৮০তম ব্যাচের তাসমিয়া রহমান এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের পলাশ চন্দ্র রায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কিষাণ থিয়েটারের নিয়মিত কার্যক্রমে গতিশীলতা আনতে সম্প্রতি এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্ব সংগঠনটির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও প্রসারিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি- রিয়াদ মিয়া,মুবাশ্বের হোসেন প্রধান ও সুস্মিতা সরদার পর্ণা, যুগ্ম-সাধারণ সম্পাদক- সুস্মিতা দাশ,মনিরুল ইসলাম রিদয় ও মোঃ রাব্বিন, সাংগঠনিক সম্পাদক- অর্পিতা দে, এবং কার্যকরী সদস্য- নিলয় রায়হান, কে. এম. জামান, শিশির কুমার মাহাতো, অনন্যা বিশ্বাস ও মোঃ ইমতিয়াজ উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
নতুন সভাপতি তাসমিয়া রহমান এবং সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র রায় তাদের প্রতিক্রিয়ায় কিষাণ থিয়েটারের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অঙ্গনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, নাটক ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনন বিকাশে তারা কাজ করে যাবেন।
উল্লেখ্য, কিষাণ থিয়েটার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে আরও ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একে