তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক নাজমুল হোসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এসময় অনলাইনে যুক্ত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ। এছাড়া সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদোয়ান, দপ্তর সম্পাদক নাজমুল হুসাইন, কোষাধ্যক্ষ আবির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাঈফ ইব্রাহিম এবং ক্রীড়া সম্পাদক খাদেমুল ইসলাম ফরহাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রেস কর্ণারে প্রেসক্লাবের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক মোট দুইটি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর দেড়টায় ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৮ তারিখ সকাল ১০ টা থেকে ১৯ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আল ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কানন উপস্থিত থাকবেন।
উক্ত নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।
প্রেসক্লাবের বর্তমান সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা কার্যনির্বাহী কমিটির সবাই আগামী ২৫ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। ইতোমধ্যে তফসিলও ঘোষণা করেছি। আমরা যাতে একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি সেজন্য সকলের সহোযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, 'মুক্ত চেতনায় মুক্ত কলম' স্লোগানকে ধারণ করে ১৯৯০ সাল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে সংগঠনটি।
এমআই