মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
আলেমেরা জ্ঞানের প্রতীক, ন্যায়ের প্রতীক, ত্যাগের প্রতীক, সচ্ছতার প্রতীক, আন্দোলনের প্রতীক, উদার মানসিকতার প্রতীক। ফলে যদি কোন আলেমের পদস্খলন হয়, তাহলে গোটা দুনিয়ার পদস্খলন হবে। এজন্য সকল আলেমদের সবসময় সজাগ থাকতে হবে।
শনিবার(১৮ অক্টোবর) সাতক্ষীরার আলআমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমামদের ভূমিকা শীর্ষক এক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এসব কথা বলেন।
বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখা ও ওলামা বিভাগের যৌথ আয়োজনে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয। বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মাওলানা আমিনুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফী এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ওসমান গনী, বাংলাদেশ মসজিদ মিশন জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, শহর জামায়াতের আমির মোঃ জাহিদুল
ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, আগামী নির্বাচনে তারা সামনের দিনগুলি অত্যন্ত পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি, ভয় ভীতি, নানান ধরণের সমস্যা তৈরি হতে পারে। এজন্য সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে সবসময় সজাগ থাকতে হবে। যাতে কোন অপশক্তি অবৈধ সুযোগ নিতে না পারে।
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই সনদের ব্যাপারে জামায়াতের প্রতিক্রিয়া হলো, জুলাই সনদ স্বাক্ষর করা ২৯ টার মধ্যে যেগুলোর সাথে আমরা একমত হয়েছি, এগুলো কার্যকর হওয়া সবচেয়ে বড় জিনিস। আগামীর বাংলাদেশের জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য যে সনদ স্বাক্ষরিত হয়েছে এই সনদ যথেষ্ট নয়। যতদিন কোরআন ও হাদিসের দলিলের আলোকে সনদ স্বাক্ষরিত না হবে, ততদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবের সুফল আসবেনা।
এমআই