আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি:
জীবনের চলার পথে সঠিক দিকনির্দেশনা ও গাইডলাইন হিসেবে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনী বা সীরাতের সুমহান জ্ঞান তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে 'সীরাত ফেস্টিভাল-২৫ বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা'র আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা।
গত শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এবারের ফেস্টিভালের মূল প্রতিপাদ্য ছিল “সীরাতুন্নবী (সা.): শান্তি ও মানবতার বার্তা”।
রাসূলের (সা.) আদর্শিক জীবনকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দিনব্যাপী দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট পরিচালনা করা হয়।
বক্তৃতা প্রতিযোগিতা: ঐ দিন সকাল ১০:০০ ঘটিকা থেকে বনশ্রীর কাজি’স স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয় বক্তৃতা প্রতিযোগিতা। এতে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা রাসূল (সা.)-এর জীবনীর মাধ্যমে সমাজে শান্তি ও মানবতার বার্তা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
অনলাইন কুইজ: একই দিন রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা সীরাত সম্পর্কিত জ্ঞান যাচাইয়ের সুযোগ পান।
প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৩ নভেম্বর (সোমবার) একটি বিশেষ সীরাত সেমিনারের মাধ্যমে পুরস্কৃত করা হবে।
এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ডিআইইউ-এর সভাপতি আশরাফুল ইসলাম বলেন, "নবীজির (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমেই আমরা আধুনিক সমাজের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। তরুণদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতেই আমাদের এই সীরাত ফেস্টিভাল।"
আয়োজকরা মনে করেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে রাসূলুল্লাহ (সা.)-এর অনুপম আদর্শ চর্চা এবং একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একে