এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রতিকে জনসম্পৃতা শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ কর্মীসভায় উপজেলা বিএনপি সভাপতি মো. শহিদুল হক বাবুলেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ-শরণখেলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
অন্যানোর মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মতিয়ার রহমান বাচ্চু, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
কমীসভায় প্রধান অতিথি জেলা বিএনপি নেতা কাজী শিপন বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়ায় বিএনপিতে দখলদার, চাঁদাবাজদের ঠাই নেই। তাদের স্থান হবে জেল খানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মানতে হবে। এ কর্মীসভায় উপজেলার ১৬ ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একে