তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে বা নিকটতম স্থানে ফায়ার সার্ভিস এর সাবস্টেশন স্থাপনসহ সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার ( ২১ অক্টোবর ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর তারা এটি প্রদান করে।
তাদের অন্য দাবিগুলো হলো—ভর্তি কার্যক্রমসহ সকল প্রকার ফি ও পেমেন্ট অনলাইনে প্রদান ও নম্বরপত্র অনলাইনে উত্তোলনের ব্যবস্থা করা, মেডিকেলে আধুনিক মেশিনারিজ সরবরাহ করা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, সম্পূর্ণ ক্যাম্পাসে কার্যকর ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা, নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করা, আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি করা এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল খাবারের দোকান নিয়মিত তদারকির আওতায় এনে মানসম্মত খাবার নিশ্চিত করা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, শাখা ছাত্রদল আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, রুকন উদ্দিন, আনারুল ইসলাম, আবু দাউদ, আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্য নেতাকর্মীরা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, " ভর্তি কার্যক্রমসহ অন্যান্য কিছু ডিজিটালাইজেশনের জন্য আমরা শীঘ্রই কাজ শুরু করব। মানসম্মত চিকিৎসা নিশ্চিতের জন্য স্বয়ং ট্রেজারার কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ এর ব্যাপারটা যেহেতু সময়সাপেক্ষ ব্যাপার তাই এটা নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। কোথায় কোথায় ড্রেনেজ ব্যবস্থা করতে হবে সেটি আমরা আইডেন্টিফাই করে কাজ শুরু করব।
তিনি আরও বলেন, জিমনেশিয়াম নারীদের সময় বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। নারী প্রশিক্ষক প্রয়োজন হলে সেটাও আমরা দেখব। নিয়োগের ব্যাপারে আমি আগেও বলেছি, এখনও বলছি যে নিয়োগ সম্পুর্ন স্বচ্ছ এবং ফ্যাসিস্টমুক্ত হবে। আবাসিক হলগুলোর খাবারের মান যাতে বৃদ্ধি পায় সেজন্য আমরা ভর্তুকির ব্যবস্থা করছি। কিছুদিনের মধ্যেই তোমার ডেভেলপমেন্ট দেখতে পাবে।
এমআই