বুধবার, ২২ অক্টোবর ২০২৫

রামুতে রাবার বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ আতংকে অর্ধ শতাধিক হতদরিদ্র পরিবার, ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান

বুধবার, অক্টোবর ২২, ২০২৫
রামুতে রাবার বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ আতংকে অর্ধ শতাধিক হতদরিদ্র পরিবার, ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান

খালেদ হোসেন টাপু , রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে রাবার বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ আতংকে ভুগছে অর্ধ শতাধিক হতদরিদ্র পরিবার। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিচালিত রাবার বাগান কর্তৃপক্ষ সম্প্রতি ফলজ-বনজ গাছপালাসহ জনবসতি উচ্ছেদ করবে এমন খবরে এ আতংক বিরাজ করছে।

উচ্ছেদ আতংকে থাকা শতাধিক নারী-পুরুষ মঙ্গলবার, ২১ অক্টোবর রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরীর কাছে উচ্ছেদ না করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের লালুর ঘোনা, বুড়ির জুমসহ আশপাশের গ্রামের বাসিন্দারা স্মারকলিপি প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। 

স্মারকলিপি প্রদান শেষে উচ্ছেদ আতংকে উদ্বিগ্ন সুরত আলম, মোহাম্মদ কালু, নজরুল, চমুদা খাতুন, নুর বাহার জানান- তারা দীর্ঘ ৪০ বছর ধরে রাবার বাগান ও বনবিভাগের মালিকানাধীন যৌথ পাহাড়ে খালি জায়গায় বসবাস করে আসছেন। তাদের মাথা গোজাঁর কোন জায়গা নেই। তারা পাহাড়ে ৫ হাজারের অধিক ফলজ ও বিভিন্ন ঔষধি গাছ রোপন করে জলবায়ু পরিবর্তনের জন্য সরকারের ঘোষিত পদক্ষেপকে স্বাগত জানিয়ে এসব গাছ রোপন করেছেন। এখানে পতিত ও অনাবাদি অকৃষি জমিতে অর্ধ শতাধিত বসত ঘর ছাড়াও গড়ে উঠেছে মসজিদ, মকতব ও কবরস্থান। সম্প্রতি তারা বিভিন্নভাবে জানতে পারছেন- রাবার বাগান কর্তৃপক্ষ তাদের রোপনকৃত ফলজগাছ কেটে বসত ঘর উচ্ছেদ করবে। এ কারণে উচ্ছেদ আতংকে রয়েছে অসহায়, ভূমিহীন, হতদরিদ্র প্রান্থিক জনগোষ্ঠী।

রামু রাবার বাগানের উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পাবলিকের বসত বাড়ি রাবার বাগান কর্তৃপক্ষ  উচ্ছেদ বা কোন কিছু করে নাই। উপজেলা প্রশাসন থেকে যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল