গোলাম আজম খান, কক্সবাজার:
দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে কক্সবাজার জেলা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা শিবিরের সভাপতি আব্দুর রহিম নুরীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার একটি আন্তর্জাতিকভাবে পরিচিত জেলা হলেও এখন পর্যন্ত এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। অথচ দেশের প্রায় সব জেলা, এমনকি পার্বত্য বান্দরবানেও একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে।”
এতে আরো বলা হয়, “কক্সবাজারে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, সাবরাং ট্যুরিজম পার্কসহ একাধিক জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল গড়ে তুলতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি।”
স্মারকলিপিতে কক্সবাজারবাসীর পক্ষে বলা হয়, “প্রতি বছর এ জেলার শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার জন্য অন্যত্র যেতে বাধ্য হয়। স্থানীয়ভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে উপকূলীয় অঞ্চলে উচ্চশিক্ষা, গবেষণা এবং পর্যটন, মৎস্য, পরিবেশ ও সামুদ্রিক সম্পদবিষয়ক জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
স্মারকলিপির মাধ্যমে কক্সবাজারবাসী ও ছাত্রসমাজের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এমআি