তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন—২০২৫ এর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আবির হোসেন ও দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি নুর আলম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডিবিসি নিউজের প্রতিনিধি নাজমুল হুসাইন, সমকালের প্রতিনিধি সাইফ ইব্রাহিম ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি জিসান নজরুল।
এদিকে আগামী ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এদিন সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র প্রেস কর্নারে ভোটগ্রহণ হবে। পরে দুপুর ১ টায় ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন আল ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কানন । উক্ত নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে শীর্ষ দুই পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর।
এমআই