ডিআইইউ প্রতিনিধি:
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’– এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের তরুণ লেখকদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিন ইয়াসার।
বুধবার (২২ অক্টোবর) তারিখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ সজিব প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম-এর স্বাক্ষরে এই কমিটি গঠিত হয়।
২০২২ সালে যাত্রা শুরু করা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখাটি ইতিমধ্যেই দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা প্রকাশের মাধ্যমে তরুণ লেখকদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। লেখালেখি প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে এই শাখা অসংখ্য নতুন কলমযোদ্ধা তৈরি করেছে, যা ফোরামের সামগ্রিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নব-নির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন এর আগে ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “প্রতিযোগিতা নয়, সকলের সহযোগিতা, ভালোবাসা ও যৌথ পরামর্শে অগ্রসর হওয়ার প্রত্যয় নিয়েই আমাদের আগামীর পথচলা হোক।”
দেশের ২১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যনির্ভর বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন এই নেতৃত্বের হাত ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখকদের কলমে নতুন আলো ছড়ানোর এক নতুন অধ্যায় শুরু করল।
একে