অনলাইন ডেস্ক:
দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু কয়েক দিন ধরে শহরটির বাতাস আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
বৃহম্পতিবার সকাল ৮টা ৪৮ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এদিকে, একই সময়ে ৩৩৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইরাকের বাগদাদ। আর ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২৪৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি। আবার ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ফিলিপাইনের ম্যানিলা শহর। ৬ষ্ট অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, শহরটির স্কোর ১৬৬।
একে