এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরির সন্দেহে জনতার হাতে গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। মতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন।
অপর জখমীরা হচ্ছেন ফকিরহাট থানার চাকুলি গ্রামের আজিজুল শেখের ছেলে আসাদুল শেখ (৪০), আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জনি (৩৮) ও বাগেরহাটের ভাগা বাজার এলাকার বজলু হাওলাদারের ছেলে রুমান হাওলাদার (৩৮)। গুরুত্বর জখমী ৩ জনকে প্রথমে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিকটস্ত মহিষপুরা ফাঁড়ি ইনচার্জ এ এসআই মো. তালেবুল্লাহ শিকদার বলেন, শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর এলাকার বালিডাঙ্গা সড়কের ওপর একটি মিটি ট্রাক পিকআপে ৬/৭ জন মানুষ রাস্তায় দাড়িয়ে থাকতে দেখতে পায়। স্থানীয় ডাব ক্রয়ের বেপারীরা সন্দেহ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন উত্তর না দিয়ে পিকআপ চালিয়ে যাচ্ছিলেন এ সময় স্থানীয় ওই বেপারীরা মোবাইল ফোনে গাড়িটিকে গতিরোধ করতে বললে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে এদেরকে গণপিটুনি দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে ফাঁড়ি পুুুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় ওই ৪ জনকে স্থানীয় লোকজন একটি ভ্যানে করে মোরেলগঞ্জ হাসপাতালে পৌঁছে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যায়।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রেওজানা মেহজাবিন বর্ণা বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মতিয়ার রহমান শেখকে মৃত্যু অবস্থায় আনা হয়েছে। অপর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, গণপিটুনিতে নিহত মতিয়ার রহমানের মরদেহ পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ৩ জনকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।
এমআই