শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নির্বাচনে সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর সঙ্গে কাজ করার অঙ্গীকার শতাধিক হিন্দু নেতৃবৃন্দের

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
নির্বাচনে সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর সঙ্গে কাজ করার অঙ্গীকার শতাধিক হিন্দু নেতৃবৃন্দের

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্রহ্মরাজপুর ইউপির গোয়ালপোতা গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোকজন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার আগড়দাড়ী ইউনিয়নে জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক এর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী লোকজন এই অঙ্গীকার ব্যক্ত করেন। 

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গোয়ালপোতা গ্রামের হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, জি জি কে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নজিবুল্লাহ, গোয়ালপোতা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সুভাষ চন্দ্র মন্ডল, সমাজসেবক সুনীল গাইন, পূর্ণচন্দ্র বাঁশে, কার্তিক গাইন, ভবসিন্ধু সরকার, দিলীপ সরকার, দীনবন্ধু সরকার, সৌম্য সরকার, তন্ময় বাঁশে, তাপস সরকার, বরুণ সরকারসহ শতাধিক হিন্দু নেতৃবৃন্দ।

এর আগে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ এর নিজস্ব বাসভবনে একত্রিত হন গোয়ালপোতা গ্রামের হিন্দু নেতৃবৃন্দ। পরে মোটর সাইকেল  শোভাযাত্রা সহকারে তারা সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর বাড়িতে উপস্থিত হন ।

এ সময় হিন্দু নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের  দীর্ঘ ১৫ বছর উন্নয়ন অবহেলিত গোয়ালপোতা গ্রামের উন্নয়নকল্পে রাস্তা সংস্কার ও বর্ধিতকরণ, মন্দির ও মসজিদ সংস্কার, ব্রিজ, কালভার্ট, প্রাইমারি ও হাই স্কুল সংস্কার, জলবদ্ধতা নিরসন, চাঁদাবাজি ও দখলদারিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সাথে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর সঙ্গে একত্বতা ঘোষণা করে কাজ করার অঙ্গীকার করেন।

মুহাদ্দিস আব্দুল খালেক মনোযোগ সহকারে হিন্দু নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং সুযোগ পেলে তাদের সব দাবিদাওয়া পূরণের আশ্বাস প্রদান করেন। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল