শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “সীরাত কনফারেন্স ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৫”।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান আলোচক ছিলেন আন-নাহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়াজী এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান আলোচক রফিকুল ইসলাম মিয়াজী তাঁর বক্তব্যে বলেন,“ বর্তমান বিশ্বে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সমাজে অনৈতিকতা, হিংসা ও অবিচার বাড়ছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাতই পারে এই অন্ধকার সমাজে আলোর দিশা দেখাতে। তরুণ প্রজন্ম যদি নবীর আদর্শকে জীবনে ধারণ করে, তবে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গড়ে তোলা সম্ভব।”
প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা বলেন, “সীরাত পাঠ কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনব্যবস্থার দিকনির্দেশনা। নবীজির আদর্শে শিক্ষিত তরুণরাই জাতির ভবিষ্যৎ পথপ্রদর্শক। ইসলামের আলোয় মানবকল্যাণে এগিয়ে আসাই আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে বক্তারা সীরাতুন্নবী (সা.) অধ্যয়ন, চর্চা ও জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৈতিক সমাজ গড়ে তোলাই আজকের সময়ের প্রধান চ্যালেঞ্জ।
অনুষ্ঠান শেষে গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।যেখানে প্রথম হয় বিশ্ববিদ্যালয়ের ৮৩ ব্যাচের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আবু মুসা এবং দ্বিতীয় হয় ৮১ ব্যাচের কৃষি অনুষদের খ্রিষ্টধর্মীয় পাভেল রোজারিও।
শাখা ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবির সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম সহ সংগঠনটির সাথী সদস্যরা ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীবৃন্দ।
একে