বাগেরহাট প্রতিনিধি:
তারেক জিয়ার মনোবল জাতীয়তাবাদী যুবদল এ ¯েøাগানে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা যুবদল ও পৌর যুবদলের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বারইখালী প্রশাসনিক চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিটি বিভিন্ন ফ্যাস্টন, ব্যানারে লেখা হয়েছে তরুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক, সকলে মিলে মিশে ভোট দিব ধানের শীষে। এরকম বিভিন্ন লেখায় বর্ণাঢ্য র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম রেজাউল করিম সোহাগ। পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মোল্লা, আব্বাস মুন্সী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআি