নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি বৃদ্ধিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির ঘোষণা করে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি বৃদ্ধিতে এই আন্দোলন কর্মসূচির ঘোষনা করে রাজশাহী কলেজ শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা "সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও", " শিক্ষার্থীদের অ্যাকশান, ডাইরেক একশন", "ভিসির বিরুদ্ধে ডাইরেক একশন" -এর মতো স্লোগান দিতে দেখা যায়।
রাজশাহী কলেজ ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নিশাত তাসনিম বলেন, 'বাংলাদেশের মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অথচ শিক্ষার্থীর পেছনে মাথাপিছু বরাদ্দ মাত্র ৭৯৫ টাকা। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকারকে ভ্যাট দিচ্ছে ১০০ কোটি টাকারও বেশি। এত কম বরাদ্দ দিয়ে উচ্চশিক্ষা তো সম্ভব না, মানসম্মত শিক্ষাও সম্ভব না। সংস্কারের নামে আমাদের ওপর বাড়তি ফি চাপিয়ে দেওয়া হচ্ছে। রেলে, বাসে সাধারণ শিক্ষার্থী বা দারোয়ানকে দিয়ে খাতানো দেখানো হচ্ছে। আমরা এসব অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করছি।
এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী হাফিজ সরকার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে ফি বাড়িয়েছে, সেভাবে আমাদের শিক্ষার মান বাড়েনি। শুধু ফি বাড়িয়ে শিক্ষার্থীদের রক্ত চোষার মতো আচরণ করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে ক্ষতি থাকতে পারে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বাণিজ্যে কোনো ক্ষতি নেই। তারা শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছে। এখন মনে হচ্ছে এটি আর জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, বরং ‘জাতীয় বাণিজ্য বিশ্ববিদ্যালয়’ হয়ে গেছে।
তাদের দাবি, তৃতীয় বর্ষে যদি প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এই হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয় হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা, অথচ প্রণোদনা বাবদ কলেজগুলোতে বরাদ্দ দেয়া হচ্ছে মাত্র ২০ কোটি টাকা।
তিনি আরও বলেন, ২০২৩ সালের প্রতিবেদনে দেখা গেছে, একজন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিবারের গড় মাসিক আয় মাত্র ১০ হাজার টাকা। তাহলে একজন শিক্ষার্থী কীভাবে এত ফি দিতে পারবে?
এই অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, আগামীকাল সকাল ১০টায় রাজশাহী জিরো পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের দিকে লং মার্চ করবে তারা। এ সময় রাজশাহী অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
একে