মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, সাড়ে ১৭ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে হটিয়েছে। কিন্তু আজও আমরা আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনূসও এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন নাই। অনতিবিলম্বে আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতীয় নির্বাচনের আগে এদেশে কোন গণভোট হবে না। আগে জাতীয় নির্বাচন দিন, তার পর নির্বাচিত সরকার অন্য নির্বাচনের ব্যবস্থা করবে।
বুধবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবদুল হালিম করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবেদ বলেন, এদেশে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনের জন্য যুবদল শত শহীদকে হারিয়ে বীরদর্পে টিকে আছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিবো গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
তিনি বলেন, বিগত সময়ে আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যে দলগুলোর আমাদের সঙ্গে রাজপথে ছিল, বিএনপি সবাইকে নিয়ে সরকার গঠন করতে চায়।
সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।
সমাবেশ শেষে বসুরহাট বাজারে এক বর্ণাঢ্য র্যালি বের করে যুবদলের নেতাকর্মীরা।
এমআই