এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া বাজার থেকে অভিযান চালিয়ে নকল সার গ্রোজিংক প্লাস ১২০ কার্টুন( ১২শ কেজি) নকল সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ শে অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার অভিযান পরিচালনা করে উপজেলার পুরাপাড়া বাজার সড়কের উপর থাকা একটি নসিমন বোঝাই নকল সার জব্দ করে। জব্দ কৃত নকল সার প্রকাশ্যে জনতার সামনে ধ্বংস করে এবং নসিমন চালককে ৫ হাজার টাকা জরিমানা করে।
নকল সার বহনকারী নসিমন চালক শহিদুল জানান " বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার থেকে সারের ডিলার জামিল পুরাপাড়া বাজার সারের দোকানদারের নিকট পাঠিয়েছে। আমি পুরাপাড়া বাজারে আসলে প্রশাসনের লোক আটকায়।সার নকল কিনা জানিনা"।
এ ব্যাপারে নগরকান্দা কৃষি অফিসার তিলোক কুমার জানান" গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পুরাপাড়া বাজারে কিছু নকল সার নিয়ে কোন এক সারের দোকানে দেওয়ার জন্য আসছে।আমি ও উপজেলা নির্বাহী মহোদয় দবির উদ্দিন স্যার কে নিয়ে সেই পুরাপাড়া বাজারে যাই। সেখানে নসিমন গাড়ি বোঝাই নকল সার গ্রোজিংক প্লাস ১২ শ কেজি জব্দ করে ধ্বংস করি। বহনকারী চালক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে"।এছাড়া পরীক্ষা করে জানতে পারি বাজারে সিনজেন্টা কোম্পানীর গ্রোজিন হুবহু প্যাকেট গ্রোজিংক নামে প্যাকেট বাজারজাত করা হচ্ছে। এগুলো নকল ।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন জানান " উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে জানতে পারি পুরাপাড়া বাজার নকল সার নিয়ে এসেছে। শুনা মাত্র তাকে নিয়ে পুরাপাড়া বাজারে ছুটে যাই।সেখানে গিয়ে একটা নসিমন বোঝাই নকল সার জব্দ করি।নকল সার ধ্বংস করা হয়েছে এবং গাড়ি চালককে জরিমানা করা হয়েছে "।
তিনি আরো জানান , কৃষকের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে প্রতিটি বাজারের সারের দোকানগুলো মনিটরিং করা হবে।যাতে করে নকল স্যার কৃষক কিনে প্রতারিত না হয়।
এমআই