হাম্মাদ, ইবি প্রতিনিধি:
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম গ্রেফতার হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর)  সকালে রাজধানীর মগবাজার রেলেগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্য সমবেত হয়। এসময় সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট।
উল্লেখ্য, মেজাবহুল ইসলাম ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি। জুলাই আন্দোলন চলাকালীন  আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন তিনি। এছাড়া ১৪ই জুলাই রাতে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তাছাড়া ক্যাম্পাসে থাকাকালীন নারীদের উত্যক্ত, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 
একে