আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে শনিবার সকালে একটি নবনির্মিত মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন ভক্ত নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু। একাদশীর শুভ দিনে, কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বিপুল ভিড়ের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
মন্দিরের ভয়ংকর ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ভিড়ের মধ্যে শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে হুড়োহুড়ি করছেন নিজেদের প্রাণ বাঁচাতে। পরে মন্দিরের চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ দেখা যায়। এক কোণে এক আহত নারীকে কাঁদতে দেখা যায়। অনেকে আহতদের সাহায্যে এগিয়ে আসেন। কেউ কেউ ভিড়ের মধ্যে শ্বাস নিতে না পারা মানুষদের টেনে বের করার চেষ্টা করেন। যেসব নারী চেতনা হারিয়ে ফেলেছিলেন, তাদের দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং চিকিৎসাকর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত কাশিবুগ্গা মন্দিরটি সরকারের এনডোমেন্টস বিভাগ পরিচালিত নয়। সরকারি সূত্র জানিয়েছে, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে আগাম জানায়নি যে একাদশীতে এত বড় ভিড় হবে। পদদলনের ঘটনাস্থলে তখনও নির্মাণকাজ চলছিল। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তার উপ-মুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার তদন্ত করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলনে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। অন্ধ্রপ্রদেশের গভর্নর এস আবদুল নাজিরও শোক প্রকাশ করে জেলা প্রশাসনকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গভীর শোক প্রকাশ করেছেন।
এমআই