এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
লকডাউনে দ্বিতীয় দিনে ফরিদপুরে বেড়েছে মানুষের চাপ। একই সাথে শহরে বিভিন্ন বাজারে এবং অলিগলিতে আগের থেকে অনেক বেশি পরিমাণ লোককে চলাফেরা করতে দেখা গেছে ।
শহরে যথারীতি অব্যাহত ছিল পুলিশ. সেনা, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তাদের টহল।
এদিকে জেলার সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলার কভিড হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত পাঁচজন ও উপসর্গে আরো আরো তিন জন মোট আট জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে ১২০ জন, হার ৫০.৭৫ শতাংশ। হাসপাতালটিতে ভর্তি আছেন ৩২১ জন।
অদ্যবদি কভিডে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার সাতশ ৫৮ জন, হার ২৪.৬৭ ভাগ।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪৯ জনের, হার ২.০৮ ভাগ। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭ জন।
সময় জার্নাল/এমআই