মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ইনসাফ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে "সামাজিক সেবামূলক কাজের সফলতা ও মাদকের ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতার গুরুত্ব" শীর্ষক আলোচনা সভা ও মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন আসার কথা থাকলেও দাপ্তরিক কাজে ব্যস্ততার কারণে আসতে পারেননি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে এসবের খবর রাখতে হবে।
সিগারেট দিয়েই মাদকের যাত্রা হয়। পর্যায়ের ক্রমে মাদকে আসক্ত হযে পড়ে। তাই মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে পরিবার থেকেই মাদক নিয়ন্ত্রনের উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।
দিনাজপুর ইনসাফ মানব কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ কামরুল ইসলাম কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনসাফ মানব কল্যণ সোসাইটির উপদেষ্টা ডা. মোঃ শাহজাহান আলী সাগর, ইনসাফের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, সিনিয়র সহসভাপতি মোঃ মতিউর রহমান নিজামী, সহসভাপতি মোঃ বখতিজার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার আলী রিজু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওসমান গনি, সদস্য মোঃ কামরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাফের স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক বিন আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে ইনসাফ মানব কল্যাণ সোসাইটির দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান, সহদপ্তর সম্পাদক মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সবশেষে এক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমআই