আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় 'ব্যাপক সংখ্যক খ্রিষ্টান হত্যাকাণ্ড' বন্ধে যুক্তরাষ্ট্র সেখানে সেনা মোতায়েন করতে পারে কিংবা বিমান হামলা চালাতে পারে।
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র স্থল সেনা পাঠাবে নাকি বিমান হামলা চালাবে—এমন প্রশ্নের জবাবে রোববার 'এয়ার ফোর্স ওয়ান'-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'হতে পারে। মানে, আরও নানা কিছু হতে পারে। আমি অনেক কিছুই ভাবছি। নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিষ্টানকে হত্যা করা হচ্ছে... তারা খ্রিষ্টানদের হত্যা করছে, এবং খুব বড় পরিসরে হত্যা করছে। আমরা এমনটা চলতে দিতে পারি না।'
ফ্লোরিডায় সপ্তাহান্তের ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফেরার পথে এ মন্তব্য করেন ট্রাম্প।
এর আগে শনিবার ট্রাম্প সতর্ক করে বলেন, খ্রিষ্টানদের ওপর হামলা দমনে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।
মার্কিন প্রশাসন এক দিন আগে নাইজেরিয়াকে আবারও 'ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশসমূহের তালিকা'-ভুক্ত করেছে। ওই তালিকায় আরও রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।
এমআই