ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :  
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (ব্রাকসু) নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১০টা ৩০ মিনিটে প্রশাসন ভবনের দক্ষিণ গেটের সামনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের উক্ত প্লাটফর্ম টি দীর্ঘ লড়াই সংগ্রাম, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গত ২৮-১০-২০২৫ ইং তারিখে মহামান্য চ্যান্সলরের আদেশক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এ সংযুক্ত করে গেজেট আকারে প্রকাশিত হয়।
শিক্ষার্থীরা বলেন, “ইতপূর্বে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুত ছিলো যে গেজেট পাওয়া মাত্র ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন দেয়া হবে। কিন্তু গেজেট প্রকাশে কালক্ষেপন হওয়ায় তা পিছিয়ে যায়। পরবর্তীতে ২৮-১০-২০২৫ ইং তারিখে গেজেট পাবার পর শিক্ষার্থীদের দাবী হয়ে উঠে দ্রুত নির্বাচন আয়জনের, উপাচার্য মহাদয় এ বছরেই ব্রাকসু নির্বাচন এবং সে অনুযায়ী আজকের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও আমরা খুব উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর ছাত্র সংসদ আইন বা বিধি সংশোধনের দাবি তুলে একটি মহল তারা নির্বাচন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্লাটফর্মটিকে বিলম্বিত ও বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।"
তারা আরও বলেন, “আমরা বিশ্বাস করি আইনটি শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়, কিছু জায়গায় তা সংশোধনীর প্রয়োজন রয়েছে বটে তবে তা নির্বাচন আয়োজনের অন্তরায় নয় যা ব্রাকসু প্রতিষ্টার পর পরবর্তীতে সংশোধন যোগ্য।"
তারা বলেন,“ অনতিবিলম্ব নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী ১ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে ব্রাকসু অগ্রযাত্রা কে তরান্বিত করে হোক।
যদি তা না করা হয় তবে শিক্ষার্থীদের অধিকার তারা ছিনিয়ে নিতে কখনোই পিছুপা হবে না।"
একে