এস এম জহিরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস। একই সঙ্গে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের হোতাপাড়া এলাকায় স্থানীয় সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, “দিনদুপুরে ফিল্মি কায়দায় আমার দোকানের তালা ভেঙে সন্ত্রাসী স্টাইলে প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকারও বেশি।”
তিনি আরও জানান, ঘটনার পর সুব্রত দাস, পায়েল সরকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বরং অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
গৌরাঙ্গ চন্দ্র দাস সংবাদ সম্মেলনে বলেন, “আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার জীবনের সব সঞ্চয় এই দোকানেই ছিল। লুটপাটের ঘটনায় আমি আজ নিঃস্ব। আমি প্রশাসনের কাছে দাবি জানাই—দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আমার লুণ্ঠিত স্বর্ণ ও রুপা উদ্ধার করে প্রকৃত বিচার নিশ্চিত করা হোক।”
সংবাদ সম্মেলনে জমি ও দোকান মালিক হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয়সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমআই