বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

কিউএস এশিয়া র‍্যাংকিংয়ে শেকৃবি ২৫৪তম আনন্দ র‍্যালির মাধ্যমে উৎযাপন

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
কিউএস এশিয়া র‍্যাংকিংয়ে শেকৃবি ২৫৪তম  আনন্দ র‍্যালির মাধ্যমে উৎযাপন

মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কিউএস (Quacquarelli Symonds-QS) কর্তৃক প্রকাশিত সর্বশেষ এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এর তালিকায় নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। এই গৌরবময় অর্জন উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি কৃষি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন।।

র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সবসময়ই মানসম্মত শিক্ষা, গবেষণা এবং কৃষি উন্নয়নে অবদান রেখে চলেছে। কিউএস এশিয়া র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়া আমাদের দীর্ঘ প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। এই সাফল্য বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফসল।” তিনি আরও বলেন, “আমরা চাই শেকৃবি ভবিষ্যতে কেবল এশিয়াতেই নয়, বৈশ্বিক র‍্যাংকিংয়েও আরও উন্নত অবস্থান অর্জন করুক। এজন্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে চাই।”

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কিউএস কর্তৃক প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এর তালিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়া অঞ্চলে ৮০১–৮৫০তম এবং দক্ষিণ এশিয়ায় ২৫৪তম অবস্থান অর্জন করেছে। ২০২৬ সালের এই সংস্করণে বাংলাদেশ থেকে মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান লাভ করেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩২তম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১৪৯তম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১৬৫তম স্থানে রয়েছে। শেকৃবি দেশের অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাতারে উঠে এসে এই সাফল্য অর্জন করেছে।

কিউএস(Quacquarelli Symonds- QS) বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই ও সেই অনুযায়ী তালিকা প্রকাশ করে থাকে। র‍্যাংকিংয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক খ্যাতি, শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত এবং আন্তর্জাতিকীকরণ ইত্যাদি সূচকের ভিত্তিতে তুলনামূলক মূল্যায়ন করাই কিউএস র‍্যাংকিংয়ের মূল উদ্দেশ্য।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দমুখর পরিবেশে সকলকে মিষ্টিৃমূখ করায়। উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন, এই অর্জন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এবং দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল