ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শেখ হাসিনা ১৫ বছর নির্বাচন দেয়নি।
নির্বাচন না দিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অবৈধ ভাবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত জবাবদিহিমূলক সরকার আসবে না।' শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় পাইকপাড়া দাখিল মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে এই সব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ নেতা কর্মীরা।
দুলু আরো বলেন, সে পর্যন্ত বিচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে না। বাংলাদেশের মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ মুক্ত হবে। তাই এ নির্বাচনকে
কেন্দ্র করে নতুন করে কোন ষড়যন্ত্র করবেন না।’
এমআই