ডিআইইউ প্রতিনিধি:
প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাজ গঠনে তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) যাত্রা শুরু করল 'ডিআইইউ সিএসই ইনোভেশন ক্লাব'।
শুক্রবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যম দিয়ে এই ক্লাবটির উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাচার্য ড. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল বাছেদ সহ অনেকে।
শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সভাপতি কামাল চন্দ্র শীল বলেন, “আজকের দিনটি আমাদের জন্য শুধু একটি আয়োজন নয়, এটি একটি স্বপ্নের বাস্তবায়ন। ডিআইইউ সিএসই ইনোভেশন ক্লাব একটি প্ল্যাটফর্ম, একটি পরিবার, একটি স্বপ্নের নাম।”
তিনি আরও বলেন, “আমরা এমন এক সমাজ গড়তে চাই, যেখানে উদ্ভাবন হবে পরিবর্তনের ভাষা, আর তরুণরা হবে সেই পরিবর্তনের নেতৃত্বদাতা।”
ক্লাবের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানানো হয়, এটি শুধু প্রযুক্তি শিক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না। উদ্ভাবনী চিন্তা, সামাজিক সেবা এবং তরুণদের নেতৃত্ব বিকাশেও কাজ করবে। ভবিষ্যতে ক্লাবটি সেমিনার, কর্মশালা, সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, চ্যারিটি কার্যক্রম এবং রক্তদান কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনা ছিল দিনটির অন্যতম আকর্ষণ। ডিআইইউ কালচারাল ক্লাবের সহযোগিতায় নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
ক্লাবের উপদেষ্টা পরিষদে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মিলিয়ে মোট নয়জন সদস্য রয়েছেন। শিক্ষক উপদেষ্টারা হলেন: মো. তাহজীব উল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, জাহানুর বিশ্বাস, মীর আমিনুল হক, মো. আলমগীর হোসেন এবং বিপাশা মজুমদার।
বর্তমান কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি কামাল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি সাবেদেনা ও সুমিলন বিশ্বাস, যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন ও মো. সাইফুর রহমান এবং কোষাধ্যক্ষ মো. রায়হান চৌধুরী তুষার ও মো. শামীম হোসেন (রোহান) সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ।
অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ঘোষণা দেওয়া হয়।
একে