মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে রোহিঙ্গা বলে সম্বোধন করায়, মাইক্রোবস চালক ইলিয়াস হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে।এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাইক্রোবাস চালক ও এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় বাংলাহিলি মাইক্রোবাস চালক সমিতি ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
হত্যাকারীর দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করে বিভিন্ন প্লাকার্ড নিয়ে নারী পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ মিছিল ও মানবন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইলিয়াস হোসেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হিলির বৈগাম এলাকায় আকতারুজ্জামান নামের এক ব্যাক্তিকে রোহিঙ্গা বলে সম্বোধন করায় কয়েকজন যুবক মাইক্রোস্টান্ডে গিয়ে ইলিয়াসকে মারধর করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ইলিয়াস মৃত্যুবরন করেন।
সময় জার্নাল/এমআই