এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে মক্তব শিক্ষকের মারপিটে নুসরাত খাতুন (১১) নামে এক ছাত্রী মৃত্যুবরণ করেছে এমন অভিযোগে মানববন্ধন করেছেন ছাত্রীর পিতা-মাতাসহ শতাধিক গ্রামবাসী।
রবিবার (৯ নভেম্বর) মধ্য মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া গ্রামের মক্তবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ গ্রহনকারিরা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
স্থানীয় লোকজন ও বাগেরহাট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ অক্টোবর শিক্ষার্থী নুসরাত খাতুন প্রতিদিনের ন্যায় পবিত্র কুরআর শিক্ষার জন্য সকাল ৬টার দিকে মক্তবে যায়। ওই দিন মক্তবের শিক্ষক মো. মামুন শেখ ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে নুসরাতকে পেটায়। এতে নুসরাতের বাম পায়ের হাটুর উপরে রক্ত জমাট হয়ে এক সময় ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসার জন্য তাকে মহাখালী পঙ্গ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ চলতি বছরের ২৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
২৭৩ নং মধ্য খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ডালিয়া আক্তার বলেন, নুসরাত খাতুন বিদ্যালয় থেকে ২০২৪ সালে ৫ম শ্রেনীতে পাস করেছেন। সকালে সে মক্তবে পড়তেন। তবে, তার মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক দীর্ঘদিন অসুস্থ থাকার পরে মারা গেছে। প্রকৃত ঘটনার তদন্ত পূর্বক বিচারের দাবি জানান তিনি।
বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক তদন্তকারি কর্মকর্তা নিশিকান্ত সরকার বলেন, সাহিদা বেগমের দায়েরকৃত মামলা তদন্তধিন রয়েছে। শিক্ষার্থী নুসরাত খাতুন চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত্রের বিষয়ে ঢাকা পঙ্গু হাসাপতালে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট আসার পরে প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে শিক্ষক মামুন শেখ বলেন, তিনি মক্তবের শিক্ষক তবে, শিক্ষার্থীকে মারপিটের ঘটনাটি সঠিক না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
এমআই