মো: মুকিবুল, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রাঙ্গণসহ জনবহুল বাজার ও গুরুত্বপূর্ণ পরিবহণ ষ্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি লংঘন করা হচ্ছে।
রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ,ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রাঙ্গণে একাধিক ডাক্তারের চেম্বার সম্মুখে, ভবেরচর বাজার ও ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় জনসমাগম প্রায় স্বাভাবিক সিএনজি স্ট্যান্ড গুলোতে অনেক সিএনজি যাত্রী অপেক্ষায় লাইন নিয়ে বসে আছেন।
চলাচলকারী নারী-পুরুষদের মধ্যে নেই দূরত্ব বজায় রাখার বালাই, মুখে নেই মাস্ক। এমনকি হাসপাতাল প্রাঙ্গণে টিকাদান কেন্দ্রে , ডাক্তারদের চেম্বার সম্মুখে আগত চিকিৎসা গ্রহণকারী রোগীদের মধ্যে দূরত্ব বজায় রাখা ও মাক্স পড়তে দেখা যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার নূরে আলম সিদ্দিকী জানান, পুরো উপজেলায় একই দৃশ্য যেমন, সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনেক সিএনজি। বাজারে বহু লোকের সমাগম, হাসপাতলে অনাকাঙ্ক্ষিত সাধারণ রোগী সরকারি ওষুধ নিতে ভিড় জমাচ্ছে।
এসব বন্ধ করতে কঠোর লকডাউন মনিটরিং সেল আরো বেশি জোরদার ভূমিকা রাখতে হবে ।
হাসপাতাল সূত্রে জানা যায় মোট আক্রান্ত সংখ্যা ৫৮৭ জন। চলিত মাসের জুলাই ২১ গত বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছে, ৯৬ জন। দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার রকিবুল আরিফ জানান, মহামারী করোনা প্রতিরোধে লকডাউন ফলপ্রসূ হতে, কঠোর শব্দটির সাথে আইনের কঠোরতা বাস্তবায়নে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট অব্যাহত আছে। প্রয়োজনে আরও কঠোরতা অবলম্বন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি পালনে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে নির্দেশনা রয়েছে।
সময় জার্নাল/এমআই