সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ইবির গ্রীণ ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত

সোমবার, নভেম্বর ১০, ২০২৫
ইবির গ্রীণ ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েসের নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে সংগঠনটি।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবনের গগন হরকরা গ্যালারিতে তারা এ আয়োজন করে। এসময় নবীন সদস্যদের একটি করে ফুল, কলম ও বৃক্ষ উপহার দেওয়া হয়।

নাসিম আলী ও অদিতি সরকার এর যৌথ সঞ্চালনায় এবং ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান, ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. আরমিন খাতুন, সহকারী-অধ্যাপক আরিফুর রহমান, শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সংগঠনটির সাবেক সভাপতি এস এম সুইট'সহ প্রায় শতাধিক নবীন সদস্য। 

নবীনদের উদ্দেশ্য সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, " আজকের এই দিনটি গ্রীণ ভয়েস পরিবারের জন্য একটি আনন্দঘন দিন। আমরা আজ নতুন কিছু মুখ, নতুন কিছু উদ্যম, নতুন কিছু স্বপ্নকে আমাদের সঙ্গে যুক্ত করছি। তোমাদের আগমনে আমাদের পরিবার আরও বড়, আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। গ্রীণ ভয়েস জন্মলগ্ন থেকেই পরিবেশ সচেতনতা, মানবিকতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ছোট একটি উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আর সেই পরিবর্তনের যাত্রায় তোমরাই হবে আমাদের আগামী দিনের নেতৃত্ব।

তিনি আরও বলেন, " তোমাদের মেধা, উদ্যম ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই আমরা আশা করি, তোমরা শুধু সংগঠনের সদস্য নয়, বরং প্রকৃতি ও মানবতার সেবায় একনিষ্ঠ সৈনিক হয়ে উঠবে। আজকের এই নবীন বরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি অঙ্গীকার সবুজের প্রতি, সত্যের প্রতি, মানুষের প্রতি।"

এছাড়া সহকারী অধ্যাপক আনিসুল কবির বলেন, " পৃথিবীতে যতগুলো পরিবেশবাদী সংগঠন রয়েছে, গ্রীণ ভয়েস তার মধ্যে অন্যতম। আমাদের সংবিধানে পরিবেশ বিষয়ে বিভিন্ন আইন রয়েছে। কিন্তু এগুলোর বাস্তবায়ন কখনো হয়নি। তাই পরিবেশের সুরক্ষা কখনোই নিশ্চিত হয়নি। তাই পরিবেশ সংরক্ষণের এ দায়িত্ব আমাদের নিতে হবে। নিয়মানুযায়ী, দেশে ২৫% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু রয়েছে মাত্র ৭-৮%৷ এদিকে আমরা বেশি বেশি গাছ না লাগিয়ে বনগুলো উজাড় করে দিচ্ছি।  

তিনি আরও বলেন, "আমাদের সকলকে বনভূমি রক্ষা করতে হবে এবং বসত ভূমির ৩০% জায়গাতে গাছ লাগাতে হবে। আমাদের ব্যাসিক নিডে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত পরিবেশে। এই দশকে আমরা পরিবেশকে পুনরুদ্ধার বা করতে পারলে আর কখনো সম্ভব হবে না। আর এ পুনরুদ্ধারের দায়িত্ব রাষ্ট্রসহ আমাদের সকলকে নিতে হবে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল