চুমু খেয়ে জাগিও মা
আমায় খুঁজে পাবে না মা যাবো অনেক দূরে
মেঘের পানসি চড়ে এ মন দেশবিদেশে ঘুরে
কোথায় পাবে আমায় তুমি
কোলে নিয়ে খেতে চুমি
না পেয়ে কেঁদো না মা অমন ব্যকুল সুরে
আমায় খুঁজে পাবে না মা হারিয়ে যাবো দূরে।
যদি আমায় দেখতে মন চায় ফুল বাগানে এসো
ফুলের সাথে পাখির সাথে একটুখানি মেশো
ফুলের গন্ধে আমায় পাবে
নিও তোমার অনুভবে
দুঃখ ছেড়ে ফুলের সাথে তখন তুমি হেসো
আমি তোমার কোলে ছিলাম থাকবো হাশর শেষও।
ভোরবেলাতে তোমার ঘরের জানলা কিনারে
ঘুম ভাঙাতে আজান দিবো মসজিদ মিনারে
জেগে গেলে দেখবে পাখি
নানা সুরে তোমায় ডাকি
অনেক ভালোবাসি তোমায় জনম জনম ভরে
চুমু খেয়ে জাগিও মা ঘুমাও নামাজ পড়ে।
*কবি আবীর আকাশ এর বাড়ী
১১ নভেম্বর ২০২৫
কল্পনা সব বাস্তবতায়
শালিক ডাকা ক্ষেতের আলে বাবুই দোলে ধানে
চড়ুই পাখি চড়াৎ চড়াৎ নাচে ঘুঘুর গানে
সোনা ধানের ছড়ায় ঝুলে স্বপ্ন রাশি রাশি
কৃষাণীরা খুশি ঘরে মাঠে ব্যস্ত চাষি।
পাকা ধানের সোনার হাসি কাড়ে সবার মন
মাঠে মাঠে ধুম পড়েছে তুলতে শ্রমের ধন
খের-নারার মিষ্টি সুবাস সবে বুঝি পায়
ক্ষেতে ক্ষেতে আলে আলে গন্ধ ছুটে যায়।
দখিনালী হাওয়ায় যখন ধানে তোলে ঢেউ
ধানে ধানে শব্দ করে জানে বুঝি কেউ
একে একে সারি সারি পাতারা সব নাচে
দেখবে যদি এসো তোমরা বসো আমার কাছে।
ক্ষেতের মাঝে ঠাঁয় দাঁড়িয়ে ইয়া বড় মুখে
দু'হাত মেলে ডাকছে বুঝি হাসছে কেবল সুখে
কলাপাতা দোলে কেমন ঝিরিঝিরি হাওয়া
মেঠোপথের শোভা ভাঁটফুল স্বপ্নে এ রূপ পাওয়া।
কোথায় এমন পাবে তুমি মাঠের বুকে নদী
পাল তু্লে যায় কোষা ডিঙি ভাটা পড়ে যদি
সব দেশেরই সেরা এ দেশ স্বর্গ সুখে ভরা
কল্পনা সব বাস্তবতায় ; নয় এ বইতে পড়া।
*কবি আবীর আকাশ এর বাড়ী
০৭ নভেম্বর ২০২৫