ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্তর প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল রাকিব মুরাদ বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানের পরাজিত শক্তি পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব।”
শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “দেশকে অস্থিতিশীল করার নতুন পায়তারা শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।”
অন্য শিক্ষার্থী রাইসুল ফারিদ বলেন, “যে কোনো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।”
মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন এবং ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এমআই