মো বাঁধন হোসেন, হাবিপ্রবি সাংবাদদাতা:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আজ অফিসিয়ালভাবে ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা-নির্ধারণ, ইউনিটভিত্তিক বিষয়বিবরণ, আবেদনপদ্ধতি, ফি, অনলাইন পেমেন্ট ও যোগাযোগ বিধি-নিষেধসহ বিস্তারিত নির্দেশাবলী দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত ও স্বাক্ষরিত এবং আবেদনকারী ও অভিভাবকদের জন্য সকল আনুষ্ঠানিক নোটিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে প্রদান করা হবে।
আবেদনযোগ্যতা :
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে কিছু নির্দিষ্ট অনুষদ/বিভাগের ক্ষেত্রে অতিরিক্ত বিষয় বা নির্দিষ্ট গ্রেড/সাবজেক্ট প্রয়োজনীয়তার শর্ত থাকতে পারে।
আবেদন সময়সীমা:
বিজ্ঞপ্তির ভাষ্য এবং কাগজে দেয়া নির্দিষ্ট সময় অনুযায়ী আবেদন জমা দেয়ার অনলাইন সময়সীমা —
আবেদন শুরু: ১১/১১/২০২৫, বিকেল ৪:০০
টা থেকে।
আবেদন শেষ: ১৯/১২/২০২৫, রাত ১১:৫৯ পর্যন্ত (Online মাধ্যমে)।
অর্থাৎ, আবেদনকারীকে ১১ নভেম্বর ২০২৫ বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন শুরু করে ১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে সম্পূর্ণ আবেদন ও পেমেন্ট নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে—শেষ সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং অনলাইন পোর্টালের নির্দেশনা অনুযায়ী নথি-আপলোড, ছবি/স্বাক্ষর আপলোড ইত্যাদি সম্পন্ন করতে হবে।
আবেদন ফি ও পেমেন্ট নির্দেশনা:
বিজ্ঞপ্তিতে আবেদন ফি-সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা দেয়া আছে — তা হলো:
প্রতি ইউনিটের জন্য আবেদন ফি: ১,০০০/- (এক হাজার) টাকা।
অতিরিক্ত ইউনিট (আর্কিটেকচার বিভাগের জন্যে অতিরিক্ত ২০০/- (দুইশত) টাকা দিতে হবে।
পেমেন্ট সংক্রান্ত নির্দেশনা:
অনলাইন আবেদন ফরম পূরণের পর পেমেন্ট মোবাইল ব্যাংকিং/অনলাইন পেমেন্ট পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে আবেদনকারীর মোবাইল নম্বরে একটি SMS পাঠানো হবে, যাতে Transaction ID থাকবে — এই Transaction ID সংরক্ষণ করা বাধ্যতামূলক। পেমেন্টে কোনো সমস্যার ক্ষেত্রে Transaction ID উল্লেখ করে admission@hstu.ac.bd
ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা আছে যে পেমেন্ট স্লিপ/ট্রান্সঅ্যাকশন আইডি সংরক্ষণ না করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন বিবেচিত হবে না এবং অভিযোগ বা সমস্যার ক্ষেত্রে আবেদনকারীকে Transaction ID-সহ প্রশাসনে জানাতে হবে।
আবেদন প্রক্রিয়া (কিভাবে আবেদন করবেন):
আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টাল থেকে:
https://hstu.ac.bd/admission/index
অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ছবি/চিহ্ন (জীবনবৃত্তান্ত/ছবি/স্বাক্ষর/এসএসসি-এইচএসসি রোল ইত্যাদি) আপলোড করতে হবে (বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ফাইল ফরম্যাট ― JPEG/PNG ও ফাইল সাইজ সীমা উল্লেখ আছে)।
আবেদন পূরণে প্রার্থীকে অবশ্যই Choice Form (ইউনিট/বিষয় পছন্দ) যথাযথভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্র জমা দেয়ার পর প্রিন্ট বা কপির নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেয়া আছে; পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় নির্দিষ্ট কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে (পরীক্ষাপত্র/আইডি/প্রবেশপত্র ইত্যাদি)।
ভর্তি পরীক্ষার তারিখ:
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে নির্দেশ করা হয়েছে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬/১২/২০২৫ থেকে ২৮/১২/২০২৫ পর্যন্ত (বিভিন্ন ইউনিট/বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন দিন/সময়সূচী থাকবে)।
পরীক্ষার প্রশ্নপত্রে MCQ (বহুনির্বাচনি) এবং কিছু ক্ষেত্রে লিখিত/সাবজেক্টিভ অংশ থাকতে পারে; মোট নম্বর ও মূল্যায়ন পদ্ধতি বিজ্ঞপ্তির ভেতরে বিশদভাবে বর্ণিত আছে (টেবিল ও নোটে নম্বর-বিন্যাস দেয়া আছে) — পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই প্রবেশপত্র ও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে সরাসরি প্রদত্ত যোগাযোগ নম্বর ও ইমেইল (প্রার্থীদের সুবিধার জন্য):
ই-মেইল: admission@hstu.ac.bd
হটলাইন / অফিস ফোন (অফিস সময়): ০১৭২৯-২৬৬২৪৬ (সকাল ৯.০০ — বিকাল ৫.০০।
ট্রান্সফার/পেমেন্ট সংক্রান্ত জরুরি নম্বর (সকাল ৯.০০ — রাত ১১.০০):
প্রার্থীরা নির্দিষ্ট অফিস সময়ের মধ্যে ওপরোক্ত ইমেইলে যোগাযোগ করে তাদের প্রশ্ন/অভিযোগ জানাতে পারবেন।
এমআই