তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আয়েশা সিদ্দিকা মিষ্টি ও সিফাত শরীফের সঞ্চালনায় এবং সাইফুল ইসলাম আলিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন একই অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি, বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হান্নান, উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা, ডেপুটি ডিরেক্টর এস এম সামাদ এবং হেরিটেজ পাবলিক স্কুলের ডিরেক্টর ড. ইহসানুল মাহবুব।
অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া এসময় তাদেরকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম আলিফ বলেন, " আমাদের সংগঠনটি প্রায় তিন দশক ধরে ইবিতে পড়ুয়া বৃহত্তর ফরিদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ কর যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে আজকের এই আয়োজন। আশা করছি, আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যকার সম্পর্ক, ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।"
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, " বাংলাদেশের অনেক পুরানো অঞ্চল ফরিদপুর, এখানে অনেক মহান লোকেদের জন্ম। দেশের বিখ্যাত অঞ্চলগুলোর মধ্যে ফরিদপুর অন্যতম। যে নবীন শিক্ষার্থীদের আজ বরণ করে নেওয়া হলো, আশা করছি তোমরাও তোমাদের পূর্বপুরুষদের মতো মহান হয়ে উঠবে। তোমাদের নিজেদের পড়াশোনার প্রতি গুরুত্ব দেবে, নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দেবে। সময়কে অযথা হেলাফেলায় নষ্ট করবে না। তোমাদের সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি।"
এমআই