শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

জাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন বৃদ্ধি

বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
জাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন বৃদ্ধি

রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইউনিট ও বিভাগভিত্তিক আসন সংখ্যা ঘোষণা করা হয়েছে। এবারের শিক্ষাবর্ষে গতবারের মোট ১,৮১৬টি আসনের সঙ্গে আরও ২৬টি আসন বাড়িয়ে মোট ১,৮৪২ আসনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতিটি বিভাগে অর্ধেক ছাত্রী এবং অর্ধেক ছাত্রের জন্য আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি গণমাধ্যমকে জানান।

এই ২৬ টি আসনের মধ্যে আইন ও বিচার বিভাগে ১৬ টি ও  তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ১০ টি আসন বৃদ্ধি পেয়েছে।

‘A’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি - আইআইটি): মোট আসন ৪২৬। 
অন্তর্ভুক্ত বিভাগ ও আসন সংখ্যা— গণিত বিভাগে মোট ৫৬ জন, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে ৫৬ জন, রসায়ন বিভাগে ৭০ জন,পদার্থবিজ্ঞান বিভাগে ৬৪ জন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে ৪০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০ জন, পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪০ জন এবং আইআইটি-তে ৫০ জন।

‘B’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): মোট আসন ৩২৬।
অর্থনীতি বিভাগে ৭০ জন, ভূগোল ও পরিবেশ বিভাগে ৬০ জন, সরকার ও রাজনীতি বিভাগে ৬৬ জন, নৃবিজ্ঞান বিভাগে ৪০ জন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪০ জন এবং লোক প্রশাসন বিভাগে ৫০ জন।

‘C’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মোট আসন ৪৬৬।
বাংলা বিভাগে ৬০ জন, ইংরেজি বিভাগে ৬০ জন, ইতিহাস বিভাগে ৬০ জন, দর্শন বিভাগে ৫০ জন, প্রত্নতত্ত্ব বিভাগে ৩৮ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৬০ জন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে ৩২ জন, আইন ও বিচার বিভাগে গত বছরের তুলনায় ১৬টি আসন বৃদ্ধি পেয়ে মোট ৬৬ জন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৪০ জন।

‘C1’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ): মোট আসন ৬৪।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ২৮ জন এবং চারুকলা বিভাগে ৩৬ জন।

‘D’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মোট আসন ৩১০।
উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৬০ জন, প্রাণিবিদ্যা বিভাগে ৫০ জন, ফার্মেসি বিভাগে ৫০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৫০ জন, মাইক্রোবায়োলজি বিভাগে ৩৬ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৪ জন এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ৪০ জন।

‘E’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মোট আসন ২০০।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৫০ জন, মার্কেটিং বিভাগে ৫০ জন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৫০ জন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৫০ জন।

‘আইবিএ-জেইউ’ (IBA-JU) ইনস্টিটিউট: মোট আসন ৫০।
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মোট আসন ৫০টি।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি গবেষণাধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন। এই আসন সংখ্যার ভিত্তিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল