মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কয়েকটি দল সংস্কার নিয়ে আন্দোলন করছে। নতুন করে সংস্কারের জন্য আন্দোলনের কোন প্রয়োজন নেই। যত ধরণের সংস্কার সবই বিএনপির ৩১ দফায় আছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র অংশগ্রহণ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি এই মতবিনিময়ে সভার আয়োজন করে।
প্রফেসর ডা. জাহিদ হোসেন আরো বলেন, এই প্রজন্মের ধারনা বুঝতে না পারলে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, কৃষির আধুনিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পল্লী বিদ্যুতের আধুনিকায়ন, গার্মেন্টস ব্যবসাসহ সব কিছুর সুচনা করে ছিলেন শহীদ জিয়া। দেশে যত উন্নয়ন ও সংস্কার হয়েছে সবই বিএনপি করেছে। শহীদ রাষ্টপতি জিয়া করেছেন।দেশে এতো সব পাবলিক বিশ্বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনেও অবদান ছিল শহীদ জিয়ার। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারনেই শহীদ জিয়া মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, একটা সময় ছিল, যখন এক কৌটা দুধের জন্য সারা দিন দাড়িয়ে থাকতে হতো। এক পিচ কাপড়ের জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরতে হতো। আমাদের সেই দিনগুলোকে স্মরন রাখতে হবে।
তিনি বলেন, ইতিহাস সৃষ্টি করা যায় না, ধারণ করতে হয়। আমাদেরকে কুশাসন থেকে বের হয়ে এসে সুশাসনের দিকে আসতে হবে।
ডা. জাহিদ বলেন, পানি গোলা করে স্বৈরাচার ফিরে আসার পথকে প্রশস্ত করা যাবে না। এই সরকার জনগণের আশা আখাঙ্কা ধারন না করার কারনে এগিয়ে যেতে পারছেন না।
তিনি বলেন, গনতন্ত্র ও ন্যায়ের পক্ষে কথা বলা নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। তাই আগামী নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে বেগম খালেদা জিয়াকে বিপুলভোটে বিজয়ী করতে হবে। কারণ বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আশা ও আস্থার স্থল। বেগম খালেদা জিয়া এ যাবত ২৩টি নির্বাচন করেছেন, এই সব কটিতেই তিনি বিজয়ী হয়েছেন। আগামী নির্বাচনে বেগম জিয়াকে বিজয়ী করতে দলমত সকলের সাহায্যে ও সার্বিক অসহযোগিতা কামনা করেন তিনি।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, হাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. সাইফুল হুদা, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব মোহাম্মদ জিয়াউর হক জিয়া, বিশিষ্ট নাগরিক শাহে মবিন জিন্নাহ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, সোজা-উর-বর চৌধুরী, ইমাম মাশায়েখ প্রতিনিধি মুফতি বেলাল হোসেন, দিনাজপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসার রহমান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলি মঞ্জুর মুর্শেদ সুমন, দিনাজপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী পিম, জ্বালানী তেল পরিবেশন মালিক সমিতির নেতা রাহবার কবির পিয়াল, দিনাজপুর চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন, শিক্ষক নেতা মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি মোঃ রাকিব হোসাইন প্রমূখ।
মতবিনিময় সভায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, সুধীজনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, জেলা বিএনপির সম্পাদকমন্ডলির সদস্যবৃন্দসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমআই