আহসান শামীম, চবি প্রতিনিধি:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাইকেল র্যালির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট সংগঠন এবং সহযোগী হিসেবে ছিলো চবি ব্ল্যাড এইড।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক বক্তব্য সমাবেশ হয়। এরপর একদল সাইক্লিস্টদের নিয়ে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন, জীববিজ্ঞান অনুষদ হয়ে দক্ষিণ ক্যাম্পাস, জিরো পয়েন্ট থেকে এএফ রহমান হলসহ সমাজ বিজ্ঞান অনুষদ ভবন পেরিয়ে ফরহাদ হল ঘুরে আবারো বুদ্ধিজীবী চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
এরআগে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) শামীম উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা ড. মাখম চন্দ্র রায়, ডা. ডা. কেএম আতাউল গনি (পারভেজ)। এসময় ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনে সাইক্লিং বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন বক্তারা।
এসময় উপদেষ্টা ড. মাখম চন্দ্র রায় বলেন, ডায়াবেটিস একটি নিরব ঘাতক রোগ। এটি নিরবেই মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। মানসিক ও শারীরিকভাবে ফিট থাকার জন্য আমাদের গতিশীল থাকতে হবে। লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে, তাহলেই শরীর স্বাস্থ্য সুরক্ষিত রাখা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য ও সুস্থ থাকতে শিক্ষার্থীদের যন্ত্রচালিত যান ব্যবহার বাদ দিয়ে বেশি বেশি হাঁটাহাটি ও সাইক্লিংয়ে উদ্বুদ্ধ করেন তিনি।
এসময় ডা. কেএম আতাউল গনি ওসমানী বলেন, শরীর চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা দেশের প্রতিটি নাগরিক ও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। অন্যদিকে, ডায়াবেটিসসহ সকল রোগের নিরাময়ে সাইক্লিং ইজ দ্যা বেস্ট এক্সারসাইজ। তিনি আরো বলেন ডায়াবেটিস হওয়ার জন্য এখন আর কোনো বয়স লাগে না, যেকোনো বয়সী মানুষের যেকোনো সময় এই রোগ হতে হবে। তাই এ ব্যপারে আমাদের সচেতন হওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শামিম উদ্দিন বলেন, শিক্ষার জন্য স্বাস্থ্যের যে প্রয়োজনীয়তা, এটা অনস্বীকার্য। কেননা আমি যদি শারীরিকভাবে সুস্থ না থাকি তাহলে পড়াশোনায় মনযোগ আসবে না, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে।
তিনি আরো বলেন, চীনসহ বিশ্বের আরো অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে দেখেছি তারা সাইকেল চালিয়েই ক্লাসে আসেন। আমরা যদি এ বিষয়টাকে জনপ্রিয় করতে পারি, তাহলে আমাদের দেশের সুস্থ ও স্বাস্থ্য বিষয়ক পরিবর্তনটাও লক্ষ্য করতে পারব।
এমআই