হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুরে নবম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর আহ্বানে হাবিপ্রবির সকল পর্যায়ের কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বৈষম্যমূলক অবস্থার নিরসন আজ সময়ের দাবি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পে-স্কেলের সংশোধন দ্রুত বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, চলতি বছরের প্রস্তাবিত নবম পে-স্কেল বাজেট নিয়ে অনিশ্চয়তা এবং এর মধ্যে নিম্নতম গ্রেডের বেতন বৃদ্ধির অস্পষ্টতা কর্মচারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এ কারণে দ্রুততম সময়ে বিষয়টি পরিষ্কার করা এবং নতুন পে-স্কেল ঘোষণা প্রয়োজন।
মানববন্ধন থেকে বক্তারা ১২ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য—
1.প্রস্তাবিত নবম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়ন
2.গ্রেডভিত্তিক বৈষম্য দূরীকরণ
3.বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন
4.কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া সহজীকরণ
মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, দেশের সকল সরকারি-বেসরকারি খাতের মতো বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও সমানভাবে রাষ্ট্রীয় সুবিধার অধিকারী। কিন্তু বছর বছর বৈষম্য বাড়লেও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায় না। তাই তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, যাদের সক্রিয় অংশগ্রহণে পুরো প্রশাসনিক ভবন এলাকা দাবিতে মুখর হয়ে ওঠে।
একে