তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘নিজের এবং প্রতিষ্ঠানের জন্য যোগ্যতা অর্জনে কর্মকর্তাদের আন্তরিকতার সাথে তৎপর থাকা দরকার। যেই প্রতিষ্ঠানে কাজ করে তারা তাদের পরিবারের প্রয়োজন মেটাতে পারেন, সেই প্রতিষ্ঠানের জন্য দায়িত্ব পালন করা নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব।’
রবিবার (১৬ নভেম্বর) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত 'অফিস ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩য় তলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরও বলেন, ‘হৃদয় এবং মনের সাথে যদি সংযোগ সাধন না ঘটে কোন ট্রেনিং-এ কাজ হবে না। সবার আগে মাইন্ড সেটকে ঠিক করতে হবে। শিক্ষকরা যদি না-পড়ান তাহলে সেটা বিশ্ববিদ্যালয় বলে স্বীকৃত হবে না। বিশ্ববিদ্যালয় মানে হল যেখানে পড়ানো হয়, গবেষণা হয়। আর এই কাজে সহযোগিতার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশনের দরকার, একটা ম্যানেজমেন্টের দরকার। পৃথিবীর তাবৎ ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। সারা পৃথিবীতে দুইটা কাজ ম্যানেজমেন্ট এবং লীডারশীপ।’
কর্মশালায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় সঞ্চালনা করেন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রউফ।
এমআই